
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীর পানিতে ডুবে সারোয়ার হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সারোয়ার একই এলাকার মজর আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সকালে মজর আলী এবং তার স্ত্রী তাদের শিশুকে নিয়ে বাড়ির পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়ানোর কাজ করতে যায়। সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎষক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।