নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়কের আট কিলোমিটার চার লেনের কাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, এমপি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খেজুরতলায় বগুড়া (জাহাঙ্গীরাবাদ)-নাটোর (এন-৫০২) জাতীয় মহাসড়কের সিংড়া উপজেলাধীন খেজুরতলা হতে শেরকোল পর্যন্ত ৭’শ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহাসড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু, সওজের রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকোশলী এবং নাটোর-বগুড়া মহাসড়কের চলমান প্রকল্প পরিচালাক মোঃ মনিরুজ্জামান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।