জুমবাংলা ডেস্ক: নাটোর সদর হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে এ চিকিৎসা যন্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনকল্যাণমুখী বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কার্যকরি সকল পদক্ষেপ গ্রহণ করার ফলে আমাদের দেশে এ সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, মৃত্যু হারও কম। সকল সরকারী হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসার পাশাপাশি সাধারণ চিকিৎসা ও বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি অনেকগুণে বৃদ্ধি করা হয়েছে। বিনা চিকিৎসায় এখন আর কেউ মারা যাবে না। চিকিৎসার জন্যে বিদেশেও যেতে হবে না।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক বাসস’কে জানান, হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংযোজনের ফলে রোগীদের অক্সিজেন সরবরাহের প্রবাহ বাড়বে। প্রতি মিনিটে রোগী শত লিটার অক্সিজেনের প্রবাহ লাভে সক্ষম হবেন।
সংসদ সদস্য শিমুল পরে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বহি, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক, সূবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।