নাবালিকাকে যৌ ন হয়রানি, বুলডোজার দিয়ে ধর্মগুরুর বাড়ি গুঁড়িয়ে দিলো পুলিশ

নাবালিকাকে যৌ ন হয়রানি, বুলডোজার দিয়ে ধর্মগুরুর বাড়ি গুঁড়িয়ে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : নাবালিকাকে যৌ ন হয়রানি করার দায়ে বুলডোজার দিয়ে ধর্মগুরুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

নাবালিকাকে যৌ ন হয়রানি, বুলডোজার দিয়ে ধর্মগুরুর বাড়ি গুঁড়িয়ে দিলো পুলিশ
ছবি সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের চিলকানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক নাবালিকাকে যৌন হেনস্থা করেছে তারা। তারপর যোগী-পুলিশ হুঁশিয়ারি দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তারা নিজে থেকে ধরা না দিলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেয়া হবে। শুক্রবার মধ্যপ্রদেশ পুলিশ ধর্ষণে অভিযুক্তের বসত ভিটে বুলডোজার দিয়ে ভেঙে দেয়।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরুর নাম মোহন্ত সীতারাম ওরফে সমর্থ ত্রিপাঠী।

গত ২৮ মার্চ রেওয়া সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে যান সীতারাম। সেখানে সঙ্গীদের সঙ্গে মদের আসর বসান। তারপর সাতনা থেকে আনা এক নাবালিকাকে জোর করে তার ঘরে এনে তাকেও মদ্যপান করানো হয়। পরে নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে স্বঘোষিত ধর্মগুরুকে গত ৩০ মার্চ গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সার্কিট হাউসের যে ঘরে সীতারাম ছিলেন, ওই ঘরটি ‘বুক’ হয়েছিল বিনোদ পাণ্ডে নামে এক ব্যক্তির নামে। বৃহস্পতিবার তার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।

‘মহব্বতে’ সিনেমার সেই প্রীতিকে মনে আছে?বর্তমান চেহারা দেখলে চোখ ফেরাতে পারবেন না