স্থানীয় মুসল্লিরা জানান, বিকেলে আছরের নামাজের সময় ওই ব্যক্তিটি মসজিদে আসে। এরপরে তিনি ওযু করে এসে সবাইকে জানায় তার শরীর দূর্বল লাগছে। তখন স্থানীয় মুসল্লিরা তাকে মসজিদে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে নামাজে যায়। নামাজ শেষে এসে ডাকাডাকি করলে কোন সারা না পেলে বুঝতে পারে তার মৃত্যু ঘটেছে৷
স্থানীয়রা আরও জানায়, তিনি এই এলাকার কেউ নন। তার কাছে থাকা ব্যাগ থেকে বোঝা যায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের কাছে মনে হয়েছে বয়স বেশী হওয়ায় শারীরিক কোন অসুস্থতা থেকে হয়তো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়া স্থানীয় কেউ তাকে দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।