নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের শ্রীপুরে যৌন নির্যাতনের শিকার ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার কাওরাইদ গ্রামের মোড়লপাড়া এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জেলা ভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেলের গাজীপুর জেলা প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি নির্যাতিত শিশুর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় গঠিত নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেল থেকে শিক্ষার্থীর চিকিৎসা, আইনগত ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দেশজুড়ে নারী ও শিশুদের ওপর নিপীড়ন, হেনস্তা ও ধর্ষণের মতো অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সোচ্চার হতে হবে। ফ্যাসিবাদী সরকারের আমলে অপরাধীদের বিচার না করে বরং পুরস্কৃত করার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।” তিনি দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার আসামীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষক দলে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা এমদাদ মোড়ল, শাহাবউদ্দিন বিএসসি, মাহমুদুল হাসান নাজমুল, জাকির হোসেন খোকা প্রমুখ।