জুমবাংলা ডেস্ক : ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুই জেলেকে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছে পাওয়া নৌকা, জাল ও মাছ জব্দ করে মৎস্য বিভাগ।
আজ শনিবার সকালে ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, আজ শনিবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সুগন্ধা ও বিষখালী নদী থেকে মো. মেহেদী (১৭) ও জিয়া খান (৪৬) নামে দুজনকে আটক করা হয়।
আটক হওয়া জেলেদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩৯ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। জব্দ হওয়া জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা ভেঙে ধ্বংস করা হয়। আর ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অতিথি এসেছেন অথচ রান্নায় নুন বেশি, এমন সময় যেভাবে পরিস্থিতি সামলাবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।