নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ময়না দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোড়গ্রাম স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
শনিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের যুগীপাড়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সে একই এলাকার আবুল দেবনাথের মেয়ে এবং এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিল।
ইউনিয়ন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, শুনেছি শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মেয়েটি। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তাকে পাননি। আজ সকালে বাড়ির পাশে ইটভাটার পাশের একটি গর্তে পড়ে থাকা মরদেহ দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে শনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন জানান, মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে।
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত ইউডি মামলা হয়েছে থানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।