নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান।
শনিবার সকালে ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এতে বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) খলিলুর রহমান, বিভাগীয় পরিচালক তামান্না রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েল, সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু ও বিসিক নীলফামারীর উপ-ব্যবস্থাপক হোসনে আরা বক্তব্য দেন।
এ সময় বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, বিসিক উদ্যোক্তা সৃষ্টি করতে চায়। এ জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান, প্রশিক্ষণ প্রদানে আরো তৎপর হয়েছে। ৩০ বছর পেরুনো যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে।
তিনি বলেন, যত দ্রুত উদ্যোক্তা তৈরির তালিকা প্রনয়ণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের তালিকা প্রণয়ণ করে দেয়া হবে ততদ্রুত বিসিক পদক্ষেপ গ্রহণ করবে।
পরে নীলফামারীর পলাশবাড়িতে বিসিক শিল্পনগরী স্থাপনে এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।