Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিষধর সাপের কামড়ে কারিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী ঝলঝলিয়া গ্রামে। মৃত কারিমা আক্তার একই গ্রামের ফিকরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হাতে ব্যথা অনুভব হলে বিছানা থেকে উঠার সময় পাশে একটি সাপ দেখতে পান কারিমা বেগম। এ সময় হাতে সাপের কামড়ের চিহ্ন দেখতে পেয়ে চিৎকার দিলে তার স্বামীসহ বাড়ির লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তি করেন। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।