পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির অবহিতকরণ সভা ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার। পরে নগর এলাকার দরিদ্র জনগোষ্ঠির মাঝে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি।
সভায় পটুয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র্য উপকারভোগী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দুরদর্শী দিক নির্দেশানা, উন্নত চিন্তা চেতনার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নত দেশ, উন্নত জাতি। এ দেশে থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ মাথায় রেখেই সকল উন্নয়ন কাজ পরিচালনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।