জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি জেলের জালে বিশাল আকৃতির পাঙাশ মাছ ধরা পড়ে। গত মঙ্গলবার (২৮ জুন) ভোরে ধরা পড়া মাছটি ২৯ হাজার ৭শ’ টাকায় বিক্রি হয়েছে।
পাবনার এলাকার এক জেলের জালে মাছটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের অদূরে মাছটি ধরা পড়েছে।
৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘২২ কেজির পাঙাশ মাছটি দৌলতদিয়া ছাইক্যা মোল্লার আড়ত থেকে সকাল ৯টার দিকে উন্মুক্ত নিলামে ওঠে। সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি এক হাজার ৩শ’ টাকা দরে মোট ২৮ হাজার ৬শ’ কিনি। মাছটি কিনে আমার দোকানে এনে ঢাকার মৌচাক এলাকার এক ব্যবসায়ীর কাছে ১৩শ’ ৫০ টাকা কেজি দরে মোট ২৯ হাজার ৭শ’ টাকায় বিক্রি করেছি।’
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি বাড়ায় জেলেদের জালে নানা ধরনের মাছ ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।