জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রায় ১ কিলোমিটারজুড়ে গাড়ি সারি দেখা গেছে। আজ রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। এদিন রাত ৮ দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর আগে এই গাড়ির সারির সৃষ্টি হয়।
বিকেলে এবং সন্ধ্যায় গাড়ির চাপ বেশি ছিল। তবে এখন যত বেশি রাত হচ্ছে, চাপ তত কমছে।
শাকির হোসেন আকন্দ। ব্যবসা করেন ঢাকায়। তার বাড়ি কিশোরগঞ্জ। তিনি এখানে ঘুরতে আসছেন। তিনি বলেন, ‘যদিও আমাদের এখানে কখনোই আসা হবে না। কিন্তু আজ ঘুরতে এসে এখনকার মানুষের মধ্যে আবেগ দেখেছি। সেতু হওয়ায় সবাই খুশি।’
কথা হয় অজীব নামে এক বাদাম বিক্রেতার সঙ্গে। অজীব জানায়, আমরা তিন ভাইবোন। বাবা আগে ফেরিতে ডিম বিক্রি করতো। এখন তো ফেরি চলনো না। তাই আমিও আমার স্কুল বন্ধ দেখে বাদাম বিক্রি করতে আসছি। এই ট্যাকা বাবারে দিমু, সে আমাদের জন্য খাবার কিনবো।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর আজ রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।