আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি: হিজাব-নিকাব পরিহিত মহিলাদের দেখতে ভূতের লাগে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. তুহিন রানা।

সোমবার (২৭ জানুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মো. সুমন সরকার জামায়াতের মহিলা সমাবেশ ঘোষণার দৈনিক আমার দেশ পত্রিকার একটি ফটোকার্ড ফেসবুক শেয়ার করেন। সেই পোস্টের মন্তব্যের মো. তুহিন রানা এই মন্তব্য করেন।
তিনি মন্তব্যে লিখেন, ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?


এছাড়া ‘তোমারা নারীদের দিয়ে ভাোটের প্রচারণা করতে পারলে জামায়াত পারবে না কেন?” সুমন সরকারের এমন প্রশ্নের প্রতিত্তোরে তুহিন রানা বলেন,”ভূতের মতো পোশাক দিয়ে নারীদের মাঠে নামাতে হবে কেন?”
তার এই রকম মন্তব্যের পর ফেসবুকে পোস্ট ও পাল্টাপাল্টি কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
তুহিন রানার এ রকম কুরুচিপূর্ণ মন্তব্যের পাল্টা মন্তব্যে সুমন সরকার লিখেন, তোমাদের ভয় তো পর্দায় না, ইসলামের! ১২ তারিখে ইসলামোফোবিয়ার অবসান ঘটিতে যাচ্ছে ইনশাআল্লাহ! তোমরা তো নারীদের দিয়ে লাগারে লাগা ধান লাগা চালাচ্ছ! তোমরা নারীদের দিয়ে ভোটের প্রচারণা করতে পারলে, জামায়াতে ইসলামী পারবে না কেন? হাঁটুতে বুদ্ধি নিয়ে আর যাই করো রাজনীতি করো না। পরে পস্তাইবা ডিয়ার!
এছাড়া একাধিক শিক্ষার্থী ছাত্রদল নেতার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো জানান ।
এ বিষয়ে জানতে তুহিন রানা কল করা হলে তিনি কল কেটে দেন।
আরও পড়ুনঃ
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, “এটা তুহিনের ব্যক্তিগত মন্তব্য। দলের পক্ষ থেকে এর কোনো দায় নাই।ছাত্রদল সবসময় ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং আমরা নারীদের প্রতি শ্রদ্ধাশীল। ব্যক্তির দায় সংগঠন নিবে না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


