আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে পাকিস্তানের সমালোচনা করে যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ বিবৃতি দেয়ার পরের দিনই দেশটিকে সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে আখ্যা দিলো ভারত। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভারতের উর্ধতন ক‚টনীতিক ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ বলেন, জম্মু-কাশ্মীর অখন্ড ভারতের অংশ ছিলো এবং আজীবন তাই থাকবে। ইয়ন, জি-৫
মানবাধিকার কাউন্সিলের ৪৩তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিকাশ আরও বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে পাকিস্তান সন্ত্রাসীদের ভারতে ঠেলে দেয়ার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা সত্তে¡ও ওই অঞ্চলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতিও দিন দিন স্বাভাবিক হচ্ছে।
এসময় পাকিস্তানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, নিজেরা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রপ্তানিকারক হয়ে অন্যদের মানবাধিকারের বয়ান দেয়, যা রীতিমতো হাস্যকর।
ভারতের এই উর্ধতন ক‚টনীতিক আরও বলেন, জম্মু-কাশ্মীরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষেই সাংবিধানিক পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ইতোমধ্যেই একটা ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জনগণও এর সুফল পেতে শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।