Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী রাস্তায় সন্তান প্রসব করেছেন।
পরে স্থানীয় কয়েকজন যুবক এই নারীকে নবজাতকসহ করোনা চিকিৎসায় বিশেষায়িত সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সড়ক থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
ওসি উৎপল বড়ুয়া জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তায় সন্তান প্রসব করেছেন। তাকে উদ্ধার করে সিএনপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের নন কোভিট ইউনিটে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে নবজাতকসহ ওই নারী সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।