জুমবাংলা ডেস্ক : পাবনায় মিছিল থেকে বাটার শোরুমে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে তাদের আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি দুপুর পৌনে ১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে আসার সময় সড়কের পাশের বাটার শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এ সময় শোরুমের কয়েকটি গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ মিছিল থেকে চারজনকে আটক করে।
এর আগে, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে প্রথম ফিলিস্তিনের পক্ষে বড় একটি বিক্ষোভ মিছিল বের করেন পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ওই দিনও লতিফ টাওয়ারের বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।