নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে অবস্থিত দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হচ্ছে। এবার নতুন নাম হচ্ছে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
তিনি বলেন, “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল। এসব বিবেচনায় নিয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে— নতুন নাম হবে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’। এ নামটি সংশ্লিষ্ট অধ্যাদেশের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে ২০১৬ সালে যাত্রা শুরু করা এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের এক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়টির নাম বদলে রাখা হয় ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’।
নতুন নাম ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা আগের নাম পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন। তাদের দাবি ছিল, ‘ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি প্রতিষ্ঠানটির মূল দর্শন ও বৈশিষ্ট্য ঠিকভাবে প্রতিফলিত করে না। পাশাপাশি প্রতিষ্ঠাকালীন নাম থেকে সরে আসায় ঐতিহাসিক মূল্যবোধেও আঘাত লেগেছে।
সবশেষে শিক্ষার্থীদের সেই প্রতিক্রিয়া আমলে নিয়ে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন নামকরণের এই সিদ্ধান্ত এলো।
বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে একটি অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত শিগগিরই অধ্যাদেশ আকারে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।