
জুমবাংলা ডেস্ক: পুলিশে নিয়োগ দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আরিফুজ্জামান অরুণকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
আরিফুজ্জামান উপজেলার পানতিতা গ্রামের মৃত বাকি মোল্লার ছেলে। তিনি পুলিশে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার সময় পুলিশ তার কাছ থেকে নগদ টাকাসহ চেক, ফাঁকা স্ট্যাম্প ও চুক্তিপত্রও উদ্ধার করেছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেকুজ্জামান বলেন, আরিফুজ্জামান অরুণ দীর্ঘদিন ধরেই পুলিশে চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। নুরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশে চাকরি দেয়ার নাম করে প্রথমে এক লাখ টাকা নেন। পরে আরও আড়াই লাখ টাকা দাবি করেন। কিন্তু নুরুল ইসলাম চাকরি না হলে তাকে টাকা দিতে অস্বীকার করেন। আগের এক লাখ টাকা আদায়ের জন্য তিনি সোমবার তেরখাদা থানায় মামলা দায়ের করেন (নং-০১)।
ওসি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি তার এই ধরনের আর কোনো কর্মকাণ্ড আছে কি না তা খতিয়ে দেখতে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত অরুণকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।