নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ৪টি ওয়ার্ডে জনগণের দোঁরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সব ধরণের তথ্য ভাণ্ডার বা তথ্য আদান প্রদান ব্যাংক তৈরি করতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পূবাইল থানার ৩৯, ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ডে এই বিট পুলিশিং কার্যালয় অফিস উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশ।
পূবাইলের হায়দরাবাদ, ভাদুন, করমতলা ও তালটিয়ায় প্রতিটি বিটে একজন করে সাব-ইন্সপেক্টরকে (এসআই) প্রধান করে এই বিট পুলিশিং কার্যক্রম শুরু হলো পূবাইলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জিএমপির সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আহসান হাবীব, পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া, ক্রিসেন্ট কেমিক্যাল কোম্পানির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, লতা হারবাল লি. এর চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।