Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন। তিনি নতুন মেয়াদে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
সোমবার (১৫ জানুয়ারি) ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে আলজেরিয়ায় সরকারি সফরে আবারও আমন্ত্রণ জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি এই উপলক্ষে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি আমাদের সম্পর্কের স্তর বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার নিরন্তর প্রস্তুতি ব্যক্ত করতে চাই, যাতে উভয় দেশের স্বার্থ রক্ষা করা যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।