জুমবাংলা ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সোমবার বলেছেন, দেশের দুই লাখ পরিবারকে সরকার দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করে দেবে। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসাবে সারাদেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য সকল সুযোগ সুবিধা সম্পন্ন দুর্যোগ সহনীয় দুই লাখ গৃহ নির্মাণ করা হবে।’
বিকালে নাটোরের লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয় মাঠে ওই এলাকার চার হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।’ এসব কাজে কোনো প্রকার দুর্নীতি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডা. এনামুর রহমান।
নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় হাফিজ-নাজনীন ফাউন্ডেশন এ ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।