জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রানৈতিক দলের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিমান বাহিনীপ্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা।
জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, এরআগে মেজর জয়নুল আবেদীনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পরিবারের পক্ষ থেকে কমোডর আফজাল, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


