Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্ত ঘোষণা করায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ র্যালি ও সমাবেশ করেন তারা।
সোমবার সকাল সাড়ে ১১টায় বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে আনন্দ র্যালিটি বের হয়। পরে বালারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বালারহাট স্কুল এন্ড কলেজে এসে সমাবেশে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
সমাবেশ বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, প্রভাষক মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ধীরেন চন্দ্র রায়, আইয়ুব আলী, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষার্থী স্মৃতি রানী রায় প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।