কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২৭ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা.সুলতানা পারভীন।
এর মাঝে “দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি,গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি করবো সুখের পরিবেশ” এই শ্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন “সমন্বয়” এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.মাছুমা আরেফিনের সভাপতিত্বে ও প্রভাষক আতাউর রহমান তাজুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সমন্বয়ের সহ-সভাপতি অলিউর রহমান নয়ন, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নীলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।