জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনী প্রধান ও ট্রাষ্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার ঢাকার শেরেবাংলা নগরস্থ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে `বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট’-এর জন্য পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
গণভবনে অনুষ্ঠিত এই চেক প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার এবং ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।