জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যার শিকার হন। বাবার এমন করুন মৃত্যুতে একটি কষ্টের কবিতা লিখে ঈদের পরের দিন ফেসবুকে পোস্ট করেছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে একটি কবিতা লিখে পোস্ট দেন তিনি। ডরিন কবিতায় লেখেন-
‘আমি রোজ সকালে ঘুম থেকে উঠিয়া ভাবি,
এই বুঝি বাবা ফিরে এলো
আমি রোজ বিকালে আনমনে ভাবি
এই বুঝি বাবা ফিরে এলো…
জানি তুমি চলে গেছ অজানার দেশে
যেখানে ফেরে না কেউ…
তবুও মন চেয়ে আছে চাতকীর মতো
হৃদয়ে কান্নার ঢেউ…
তুমি কোথায় আছো বাবা,
কেমন আছো, দেখতে পাও কি আমায়?
সবাই বলে এতিম আমায়
শুনতে পাও কি তুমি?
সেই হাসি মুখ
বুকে নির্ভীক বীর পতাকা উড়িয়ে
সীমান্ত হলে তুমি পার
সেই যাওয়া যে শেষ যাওয়া হলো
জীবনের এপার ওপার…
বাঁচতে দিল না তোমায় হায়েনার দল
আকাশে-বাতাসে রক্তের দাগ
বিধাতার একি নিঠুর নিয়ম
নিতে পারলাম না সেই কষ্টের ভাগ
জনতার ভিড় আমি হৃদয়ের নীড়ে
কান পেতে শুনি
তোমার পায়ের ধ্বনি…
দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে বিষাদের কাহিনি…
চোখের কোণে বয় ব্যথার নদী
শূন্য বুকে হাহাকার
শুনতে পাবো না তোমার মুখে
ছোট মামনি আর একটিবার…’
গত ২২ মে বাবার মৃত্যুর খবর ছড়ানোর পর থেকে প্রায় প্রতিদিনই বাবাকে নিয়ে কিছু না কিছু লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ডরিন। কখনও বাবা হত্যার বিচার চেয়ে, বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে, বাবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং আবার কখনও নিজের মনের কষ্টের কথা লিখে পোস্ট করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।