নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন। এ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এক পদ্মা সেতু দিয়েই দেশ বিশে^র কাছে অন্যরকমভাবে পরিচিতি লাভ করেছে। বিএনপি অবশ্য খালি চোখে সরকারের এ উন্নয়নকে চোখে দেখে না। তারা চোখে কাঠের চশমা পড়ে দেশের উন্নয়ণ খোঁজে।
তিনি শনিবার (১১ জুন) দুপুরে গাজীপুরের কালীগঞ্জে পুন্যারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
চুমকি আরো বলেন, দেশরত্ন প্রথানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে নারীদের সবচেয়ে বেশী অগ্রাধীকার দিয়েছেন। আগে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে শুধু বাবার নাম হলেই হতো। কিন্তু এখন বাবার নামের পাশে মায়ের নাম রাখা হয়েছে। তাছাড়া মেয়েদের শিক্ষার ব্যাপারে সরকার অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বাক্কু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, অর্থ সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, সদস্য আব্দুল গণি ভূইয়া, যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপু, পুন্যারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, ঠিকাদার শরীফ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চাহিদা ভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৭৫ লাখ টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটির নির্মাণ বাস্তবায়ণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের তত্ত্বাবধানে জেলার জয়দেবপুর মেসার্স জুঁই এন্টারপ্রাইজ ঠিকাধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।