বিমানে ইঁদুর, অতঃপর ফ্লাইটে যা ঘটলো…

বিমানে ইঁদুর, অতঃপর ফ্লাইটে যা ঘটলো...

আন্তর্জাতিক ডেস্ক : ইঁদুরের উৎপাতে তুলকালাম ভারতের টাটা গ্রুপ পরিচালিত এয়ার ইন্ডিয়ার বিমানে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার শ্রীনগর থেকে জম্মুগামী ফ্লাইটটি প্রায় দু’ঘণ্টা দেরিতে ছাড়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

বিমানে ইঁদুর, অতঃপর ফ্লাইটে যা ঘটলো...
ফাইল ছবি

ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

কিন্তু উড়ার আগে রুটিন পরীক্ষার সময় বিমানে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপ না করে ফ্লাইট বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।

ঘণ্টাদেড়েকের চেষ্টায় ধরা হয় ইঁদুরটিকে। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মু পাড়ি দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি।

এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী হতে চলেছেন সোনাক্ষী, সম্পত্তি থেকে বঞ্চিত করলেন বাবা!