নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় মরদেহবাহী একটি ফ্রিজার ভ্যান দুর্ঘটনায় পড়েছে। এতে আহত হয়েছেন ওই ভ্যানে থাকা স্বজনেরা। গাড়িটিতে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বিমান দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রী মেহনাজ আফরিন হুমাইরার মরদেহ।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক অংশে। ফ্রিজার ভ্যানটি সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
৮ বছর বয়সী হুমাইরা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুর থানার তেলিপাড়া গ্রামে। রোববার একটি প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনায় সে প্রাণ হারায়।
হুমাইরার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রাতভর যাত্রায় ছিলেন গ্রামের পথে। কিন্তু মৌচাকে এসে ঘটে নতুন এক দুর্ঘটনা। আহত হন মরদেহবাহী গাড়িতে থাকা একাধিক স্বজন।
দুর্ঘটনার পরপরই পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সদস্যরা এগিয়ে আসেন এবং উদ্ধারকাজে অংশ নেন। পরে তারা দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ও মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
তানহা হেলথ কেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশারফ হোসেন বলেন, “রাতে কয়েকজন আহত হয়ে আমাদের এখানে এসেছিলেন। তাদের কারও অবস্থা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা নেওয়ার ১০ মিনিটের মধ্যেই তারা হাসপাতাল ত্যাগ করেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সামিম বলেন, “রাতে একটি লাশবাহী গাড়ি দুর্ঘটনায় পড়ে। সেনাবাহিনীর সহায়তায় আহতদের চিকিৎসা এবং মরদেহ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
একই পরিবারের ওপর নেমে আসা দুই দফা দুর্ঘটনার এই শোকাবহ ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।