জুমবাংলা ডেস্ক : ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে বিশ্বগণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক প্রচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ইসলামের মূলমন্ত্র যে শান্তি এবং ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসবাদ যে ইসলাম সমর্থন করে না, তা বিশ্বজনের কাছে তুলে ধরতে ওআইসি ও এর সদস্য দেশগুলো বহুমুখী পদক্ষেপ নিতে পারে। ’
গতকাল দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে ওআইসিভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের দ্বাদশ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় হাছান মাহমুদ এ মত ব্যক্ত করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট ফাহরেতিন আলতুনের সভাপতিত্বে ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীরা ‘তথ্য বিকৃতি ও ইসলামভীতি প্রশমন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে বক্তব্য দেন।
ওআইসির সামনে বাংলাদেশে ধর্মীয় সমপ্রীতি রক্ষা ও জঙ্গিবাদ দমনের উদাহরণ তুলে ধরেন তথ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।