জুমবাংলা ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আগামী ১০ থেকে ১২ জানুয়ারি এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
১১ ও ১৮ জানুয়ারির সূচি অনুযায়ী বিশেষ ট্রেন চলবে : জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন জামালপুর ছাড়বে সকাল ০৯:১৫মি: এবং টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ০২:১৫ মি:।
১০ ও ১৭ জানুয়ারি জুম্মা স্পেশাল ট্রেনের সময়সূচী হচ্ছে : ঢাকা- টঙ্গী স্পেশাল ট্রেন ঢাকা ছাড়বে সকাল ১০-২০ মিঃ টঙ্গী পৌঁছাবে ১১:২০ মি:। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ২-৫০ মিঃ, ঢাকা পৌছাবে দুপুর ৩-৫০ মিঃ।
আখেরী মোনাজাতের দিন ১২ ও ১৯ জানুয়ারির সূচি অনুযায়ী ট্রেন চলবে : ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-১ ঢাকা ছাড়বে ভোর ৫-২৫ মিঃ, টঙ্গী পৌছাবে ভোর ৬-১৫ মিঃ।
ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-২ ঢাকা ছাড়বে সকাল ৭-১৫ মিঃ, টঙ্গী পৌঁছাবে সকাল ৮-১০ মিঃ।
ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-৩ ঢাকা ছাড়বে সকাল ৭-৩০ মিঃ, টঙ্গী পৌঁছাবে সকাল ৮-৩০ মিঃ।
ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-৪ ঢাকা ছাড়বে সকাল ৯-৪৫ মিঃ, টঙ্গী পৌছাবে সকাল ১০-৪৫ মিঃ।
ঢাকা- টঙ্গী স্পেশাল ট্রেন-৫ ঢাকা ছাড়বে সকাল ১০-২৫ মিঃ, টঙ্গী পৌঁছাবে সকাল ১১-৩০ মিঃ।
টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২-৪০ মিঃ, ঢাকা পৌছাবে দুপুর ১-৩৫ মিঃ।
টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২-৪০ মিঃ, ঢাকা পৌঁছাবে দুপুর ১-৩৫ মিঃ।
টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী ছাড়বে দুপুর ২-১৫ মিঃ, ঢাকা পৌঁছাবে দুপুর ৩-১০ মিঃ।
টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী ছাড়বে বিকাল ৪-২০ মিঃ, ঢাকা পৌঁছাবে বিকাল ৫-২০ মিঃ।
টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২-২০ মিঃ, ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩-৫৫ মিঃ।
টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২-৪০ মিঃ, ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৪-৫৫ মিঃ।
টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল টঙ্গী ছাড়বে দুপুর ১২-৫০ মিঃ, টাঙ্গাইল পৌঁছাবে দুপুর ২-২০ মিঃ।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে ৮ জানুয়ারি দুপুরের পর থেকে ১২ জানুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত এবং ১৬ জানুয়ারি দুপুরের পর থেকে ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেনের টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে।
আগামী ১৩ ও ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন (সোনার বাংলা ট্রেন ব্যতিত) সকল আন্ত:নগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন সমূহ টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে।
আগামী ১২ ও ১৯ জানুয়ারি সুবর্ণ এক্রাপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। তবে ১৩ ও ২০ জানুয়ারি সোমবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এবং ১২ ও ১৯ জানুয়ারি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।
১২ ও ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন ঢাকা-কালিয়াকৈর ও ঢাকা-নারায়নগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনসমুহ চলাচল ব›ধ থাকবে।
আখেরী মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৩ ও ২০ জানুয়ারি বহির্গামী টিকেটধারী মুসল্লীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দুর প্রভাতী, তিস্তা, নীলসাগর, মোহনগঞ্জ, অগ্নি¬বীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকুল, কালনী, ব্রহ্মপুত্র, চিত্রা, দ্রুতযান, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর, উপবন, লালমনি, বেনাপোল, কুড়িগ্রাম ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।