‘বিষ’ দিয়ে ধরা ৯০ কেজি চিংড়ি জব্দ

জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরার অভিযোগে ৯০ কেজি চিংড়ি জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বনরক্ষীরা।

মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে এ মাছ জব্দ করা হয়।

কোবাদক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। তবে, এসময় অভিযানের খবর আগাম টের পেয়ে সংঘবদ্ধ জেলেরা মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে ২টি নৌকা জব্দ করে আভিযানিক দল।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চিংড়ি মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।