জুমবাংলা ডেস্ক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আশরাফুল হক রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিক আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি থেকে সাবেক এই মেয়রকে মনোনয়ন না দিয়ে দলের আরেক সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে মেয়র প্রার্থী ও জেলা বিএনপি’র সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘আমি এখনও এ ধরনের কোনও চিঠি পাইনি। চিঠি হাতে পাওয়ার পর আমার মন্তব্য জানাবো।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel