জুমবাংলা ডেস্ক : বেশি দামে আদা বিক্রি করায় চট্টগ্রামের দুই আড়তদারকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে ইরা ট্রেডার্স ও নুরুল হক ট্রেডার্সকে এ জরিমানা করা হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান।
তিনি বলেন, দুই প্রতিষ্ঠানকে অস্বাভাবিক বেশি দামে আদা বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সেইসঙ্গে প্রতি কেজি মিয়ানমারের আদার দাম ১২০ টাকা নির্ধারণ করে দেওয়া হয় বলেও তিনি জানান।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় সিডিএ কর্ণফুলী মার্কেটের নুরে মদিনা স্টোরকে পাঁচ হাজার এবং মজুমদার স্টোর্সকে পাঁছ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।