জুমবাংলা ডেস্ক : নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির হাট সরগরম হয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায়। এই বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে ভালো দাম পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
তবে আলু, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচা কলার দাম স্থিতিশীল থাকলেও দাম কমেছে টমেটোর। কৃষকরা বলছেন, গত সপ্তাহে লোকসান গুনলেও এখন লাভের মুখ দেখছেন তারা।
এক কৃষক বলেন, গত সপ্তাহের তুলনায় এখন সবজির দাম একটু বেড়েছে। এতে আমরা লাভবান হচ্ছি।
এক ব্যবসায়ী বলেন, সবজির ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে।
সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা সংখ্যা বাড়ায় দামও বেড়েছে। তবে আগামী সপ্তাহ নাগাদ সবজির দাম আবার কমে আসবে বলে জানান আড়তদাররা।
এক আড়তদার বলেন, বাজারে ক্রেতার সমাগম আগের চেয়ে অনেক বেশি। যার কারণে বাজারে সবজির অনেক দাম বৃদ্ধি পাচ্ছে।
সোমবার (২১ ডিসেম্বর) স্টেশন বাজারে দেখা যায়, প্রতিকেজি ফুলকপি ১৮ থেকে ২০ টাকা, বেগুন ১৬ থেকে ২০ টাকা, সিম ২২ থেকে ২৫ টাকা, বরবটি ২০ থেকে ২২ টাকা, পেঁপে ১৮ থেকে ২০ টাকা, পাতা কপি ১৮ থেকে ২০ টাকা এবং লাউ পিস ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হচ্ছে।
প্রায় দেড়শ’ বছর ধরে নাটোরের স্টেশন বাজারে প্রতিদিন ৬শ থেকে ৭শ মণ সবজি বিক্রি হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।