স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যাচটিতে একরকম পাত্তাই পায়নি বাংলাদেশ। ফাইনালে ওঠা হলো না যুবা টাইগারদের।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.২ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলার যুবারা। কিন্তু শেষ চারে ভারত বাঁধা পার হতে পারলো না।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া মাহফিজুল ইসলাম ২৬ ও অধিনায়ক রাকিবুল ১৬ রান করেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রাজবর্ধন হাঙ্গারগেকার, রবি কুমার, রাজ বাওয়া ও ভিকি ওস্তাল।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ২৪৩/৮ (৫০ ওভার)
রশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬
রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১, মেহরব ৩৬/১, আরিফুল ৩৭/১, সাকিব ৫১/১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৪০/১০ (৩৮.২ ওভার)
আরিফুল ৪২, মাহফিজুল ২৬
রবি ২২/২, ভিকি ২৫/২
ফল: ভারত ১০৩ রানে জয়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।