জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে ও সন্ধ্যায় সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি জানান, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্প্রতি রাষ্ট্রু মিয়া নামের একজন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় চম্পকনগর বাজার থেকে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অনেকেই নামের পূর্বে ‘হিরো’ লাগিয়ে জাতীয় হিরোতে পরিণত হয়: সোহানা সাবা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।