আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে অভিজাত এলাকায় বসবাসকারী লোকদের তুলনায় অতি দরিদ্র এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে করোনার সংক্রমণ ৪ গুণ বেশি । অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
তারা জাতীয় করোনা পরীক্ষা কার্যক্রমের ৩ হাজার ৬শ’ লোকের টেস্টের ফল পর্যবেক্ষণ করে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে।
এতে দেখা যায়, বঞ্চনা, বয়স ও ক্রনিক লিভার রোগ করোনা পজেটিভ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এর মধ্যে ৬৬০ জনের নমুনা টেস্টের ফলাফলে দেখা যায় ২৯.৫ শতাংশ লোকের করোনা পজেটিভ যারা দরিদ্র এলাকায় বসবাস করছে,অপরদিকে অভিজাত এলাকায় বসবাসকারীদের করোনা পজেটিভ মাত্র ৭.৭ শতাংশ।
এদের মধ্যে ৪০ থেকে ৬৪ বছরের লোকরা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে, এদের টেস্টে ১৮.৫ শতাংশ করোনা পজেটিভ পাওয়া গেছে । ১৭ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪.৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৮.৪ শতাংশ পুরুষ এবং ১৩.৩ শতাংশ নারী।
সমীক্ষায় দেখা যায়, সাদাদের তুলনায় জাতিগত কালোদের মধ্যে সংক্রমণ ৪ গুণ বেশী। কালোদের সংক্রমণের হার ৬২.১ শতাংশ , সাদাদের এই সংক্রমণ হার ১৫.৫ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।