জুমবাংলা ডেস্ক : বগুড়ার গাবতলীতে ভাইয়ের জানাজা অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বোন জোসনা বেওয়া (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নেপালতলি ব্রিজ এলাকায় গাবতলী-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তার অপর বোন ও মেয়ে জামাই/ভাগ্নে আহত হন। আহত মা ও ছেলেকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাবতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্বজনরা জানান, নিহত জোসনা বেওয়া গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এরফান আলীর স্ত্রী। তার (জোসনা) চাচাতো ভাই সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি গ্রামের আজিজার রহমান মাস্টারের মৃত্যুর খবর শুনে তিনি সেখানে যাচ্ছিলেন। গাবতলীর নেপালতলি ব্রিজের কাছে গাবতলী-সারিয়াকান্দি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোসনা বেওয়া প্রাণ হারান। আহত হন তার বোন রেজদা বেগম ও মেয়ে জামাই/ভাগ্নে রেজা।
পুলিশ আহত মা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, আহত রেজদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
গাবতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত জোসনা বেওয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জোসনা বেওয়া ও রেজদা বেগম আপন বোন। জোসনা বেওয়া ভাগ্নে রেজার সঙ্গে মেয়ের বিয়ে দেন। তারা সবাই মিলে ভাইয়ের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।