জুমবাংলা ডেস্ক : যমুনার নদীর ভাঙনের কবল থেকে ঐতিহ্যবাহি আরিচাঘাটকে রক্ষায় এগিয়ে এসেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এমএম নাঈমুর রহমান দুর্জয়।
যমুনা নদীতে বালুর বস্তা ফেলে তিনি ভাঙনরোধ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় এমপি দুর্জয় বলেছেন, নদী ভাঙন রোধ ও তীর রক্ষায় সরকার নানা ধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে পদ্মা-যমুনা বেষ্টিত মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুরে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। যার ফলশ্রুতিতে এ অঞ্চলের চিহ্নিত কয়েকটি পয়েন্টে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে তীর রক্ষার চেষ্টা চলছে।
তিনি শনিবার দুপুরে শিবালয়ের আরিচাঘাট রক্ষায় নদী ভাঙন রোধ প্রকল্প কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এসময় পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএম কুদ্দুসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি দুর্জয় বলেন, নদী ভাঙন এ অঞ্চলের মানুষের জন্য সব চাইতে বড় সমস্যা। এ সমস্যার স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পরিকল্পনানুযায়ী ড্রেজিংয়ের মাধ্যমে নদীর মূল স্রোতধারাকে দুভাগে প্রবাহিত করাসহ তীরে স্থায়ী বাঁধ নির্মিত হবে।
যার ফলে, ভাঙনরোধ ও নদী তীর রক্ষার পাশাপাশি জেগে উঠা ভূমি চাষাবাদসহ নানা কাজে ব্যবহৃত হবে। স্থানীয়রা ভূমি পূণরুদ্ধারসহ সার্বিকভাবে লাভবান হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



