জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচির বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর বাকিলা ইউপির ছয়ছিলা গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস বকাউল একই বাড়ির শহিদ উল্লাহর ছেলে।
নিহতের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, বাড়ির পুকুরের পানি কমে দুর্গন্ধ হয়ে যাওয়ায় গোসল করতে সমস্যা হচ্ছিল। তাই পুকুরের পানি সেচ দিতে চেয়েছিলেন ইদ্রিস। এ নিয়ে চাচা শাহ্জাহান ও তার স্ত্রী হাজেরা বেগমের সঙ্গে ইদ্রিসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারাসহ ছেলে বাবু ও মেয়ে কুলসুমা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।