দণ্ডপ্রাপ্ত আসামি জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ নুর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণির ছাত্রী আমেনাকে (১৪) বাঁশবাগানে ডেকে নিয়ে ধ’র্ষণের পর হ’ত্যা করে বাড়ির পাশের খালে ফেলে দেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার ম’রদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন। পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই মৃ’ত্যুদণ্ডের রায় দেন।
মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। সূত্র : আরটিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।