Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভারতে লকডাউনে অনিশ্চয়তায় দুর্গোৎসব
    ধর্ম হিন্দু

    ভারতে লকডাউনে অনিশ্চয়তায় দুর্গোৎসব

    May 3, 20203 Mins Read

    ধর্ম ডেস্ক : লকডাউনের জেরে কলকাতার দুর্গোৎসবের জৌলুস কমতে চলেছে৷ ব্যবসার ক্ষতি হওয়ায় মুখ ফিরিয়ে নিতে পারেন বিজ্ঞাপনদাতারা৷ সব মহলেই ঘিরে ধরেছে বড় অনিশ্চয়তা৷

    নিছক ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে বৃহত্তর বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠেছে দশভুজার আরাধনা৷ কিন্তু, এবার সেই উৎসবে প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে৷ পুজো সর্বত্রই হবে, কিন্তু উৎসবের জাঁকজমক কমতে চলেছে অনেকটাই৷

    সরকারের খাতায় নথিভুক্ত কলকাতার পুজোর সংখ্যা ২ হাজার ২৭৬৷ এছাড়াও হাজার দেড়েক পুজো হয়৷ মোট সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি৷ বড় পুজোগুলির ক্ষেত্রে ডিসেম্বর থেকেই তৎপরতা শুরু হয়ে যায়৷ সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে যায় বৈশাখে৷ কিন্তু, এখন কলকাতা করোনা ভাইরাসের মোকাবিলায় ব্যস্ত৷ পশ্চিমবঙ্গের যে তিনটি জেলাকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে সরকার, তার মধ্যে রয়েছে কলকাতা৷

    ফোরাম ফর দুর্গোৎসব-এর সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘‘আমাদের পুজোর বিপুল খরচ আসে বিজ্ঞাপন বা স্পনসরশিপ থেকে৷ এই বিজ্ঞাপন দেয় মূলত মুম্বই, পুনে, বেঙ্গালুরু, দিল্লির সংস্থা৷ অর্থনীতি যদি ভেঙে পড়ে, ব্যবসা ঠিক না চলে, তাহলে বিজ্ঞাপন দেবে কেন? টাকার উৎস শুকিয়ে গেলে স্বাভাবিকভাবেই বিপুল খরচ করে উৎসবের আয়োজন করা যাবে না৷ শুধু পুজো হবে নিয়ম মেনে৷”

    হাতিবাগান সর্বজনীনের সঙ্গে যুক্ত শাশ্বতের সুর পাওয়া গেল দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো কমিটি বাদামতলা আষাঢ় সংঘের উদ্যোক্তা সন্দীপ চক্রবর্তীর কথায়৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা যতটা খরচ ধরে এগোচ্ছিলাম, সেটা অনেকটা কমিয়ে ফেলতে হবে৷ পুজো হবে, থিম থাকবে, তবে আড়ম্বর কমে যাবে৷ এখন যা পরিস্থিতি তাতে বিজ্ঞাপনের হাল যে ভালো হবে না বুঝতে পারছি৷’’

    ২০২০ সালে উত্তর কলকাতার টালা বারোয়ারি তাদের ১০০ বছর উদযাপন করছে৷ অন্যতম উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা দুটো পরিকল্পনা তৈরি রেখেছি৷ শতবর্ষ হিসেবে যে আয়োজন করার কথা ভাবা হয়েছিল, তা এখনই বাতিল হয়নি৷ কিন্তু, লকডাউনের মেয়াদ যদি বাড়তে থাকে, তাহলে বাতিল করতেই হবে৷ সেজন্য আমরা বিকল্প পরিকল্পনা করে রেখেছি৷’’ তবে তিনি আশাবাদী, লকডাউনের পর বিভিন্ন সংস্থা বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচ একেবারে শূন্যতে নামিয়ে আনবে না৷ কলকাতার পুজো তাদের কাছে সবচেয়ে বড় বিজ্ঞাপনের সুযোগ এনে দেয়৷

    কলকাতার বড় বাজেটের একাধিক পুজো ইতিমধ্যেই খরচ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ কলেজ স্কোয়্যার ৯০ শতাংশ ও চেতলা অগ্রণী ৮০ শতাংশ খরচ কমাচ্ছে৷ বালিগঞ্জ কালচারাল ৬০ শতাংশ কমাচ্ছে৷ একডালিয়া এভারগ্রিন ও নাকতলা উদয়ন সংঘ খরচ নামিয়ে আনছে অর্ধেকে৷ একডালিয়ার কর্তা, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, ‘‘পুজো নমঃ নমঃ করে হবে৷ জাঁকজমক করে হবে না৷’’ ত্রিধারা সম্মিলনীর কর্তা, কলকাতার মেয়র পারিষদ দেবাশিস কুমারের বক্তব্য, ‘‘পরিস্থিতির উপর সব নির্ভর করছে৷ ঘটপুজোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷’’ ইতিমধ্যে প্রতিমার বায়না বাতিল করেছে ত্রিধারা৷

    এর ফলে দুর্গোৎসব নামক শিল্পের সঙ্গে জড়িত সকলেরই চরম আর্থিক ক্ষতি হতে চলেছে৷ শাশ্বতর দাবি, ‘‘প্রতি বছরের উৎসবে শুধু কলকাতায় ৪০-৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়৷ প্রতিমা, মণ্ডপ ও আলোর শিল্পী থেকে ঢাকি, পুরোহিত— কত পেশার মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন৷ ইতিমধ্যে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে৷ কিন্তু, অর্ডার বাতিল হতে থাকায় ভেঙে পড়ছেন মৃৎশিল্পীরা৷’’ পুজোর মুখে বাজার থেকে মল, সর্বত্রই বিক্রিবাটা বাড়ে৷ পুজোর দিনগুলিতে রাস্তার ধারে খাবার থেকে নানা জিনিসের পসরা সাজিয়ে বসেন অনেকে৷ সব মিলিয়ে উৎসব নামক শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা কত, তার হিসেব করা সম্ভব নয়৷ সূত্র : ডয়চে ভেলে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ইহুদি

    পবিত্র কোরআনে যে কারণে ইহুদিদের গাধার সঙ্গে তুলনা করেছেন আল্লাহ তায়ালা

    May 12, 2025
    বুদ্ধ পূর্ণিমা আজ

    বুদ্ধ পূর্ণিমা আজ, শান্তির বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে

    May 11, 2025
    কাফন পরানোর নিয়ম

    হাদিস অনুযায়ী মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম

    May 11, 2025
    সর্বশেষ সংবাদ
    স্বাস্থ্য উপদেষ্টা
    নিজেকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থা বদলাবে না: স্বাস্থ্য উপদেষ্টা
    র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
    র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
    অনলাইন গেমিং বাজার
    অনলাইন গেমিংয়ের বাজার দ্রুত সম্প্রসারণ: ২০৩২ সালে পৌঁছাবে ৪২ হাজার ৪০০ কোটি ডলারে
    আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের
    আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী এরদোগান
    ডা. জোবাইদা
    দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা
    নগদে ‘প্রশাসক’ নিয়োগ নিয়ে রিট খারিজের রায় চেম্বার আদালতে ‘স্থগিত’
    ড. ইউনূস
    সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস
    Lava Blaze 5G
    Lava Blaze 5G: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    মাগুরায় শিশু আছিয়া
    মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
    আবহাওয়া
    দুপুরের মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.