জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দিতে গিয়ে রবিউল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত গ্রামে এই ঘটনা ঘটে।
রবিউলের বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত গ্রামে। তিনি ওই গ্রামের চানু মিঞার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল দিনভর ভ্যান চালানোর পর বুধবার সন্ধ্যায় তার বাড়ির ঘরে ব্যটারিচালিত ভ্যানের চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যান রবিউল। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন জানান, ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউল। পঞ্চগড় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।