জুমবাংলা ডেস্ক: মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত করা হয়।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী সংসদ উপনেতা ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে আজ প্রজ্ঞাপন দেওয়া হলো।
এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী সংসদ সদস্যকে (১৪৪ শেরপুর-২) ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি দেওয়া হলো।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আজ এ প্রজ্ঞাপন প্রকাশ করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।