মরুর বুকে অজগর সাপের মতো চলছে ট্রেন। এ ধরনের দৃশ্য নতুন নয়। তবে এবার যে ট্রেন নিয়ে কথা বলা হবে তা বেশ আলাদা। এটির চোখ ধাঁধানো সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। এর ভেতর এবং বাইরে চাকচিক্য ও বিলাসিতের অভাব নেই। মরুর বুকে ’ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে অবিশ্বাস্য ট্রেন নিয়ে আসলো সৌদি আরব।
এটি দেশটির নিজস্ব বিলাসবহুল ট্রেন হতে চলেছে। সৌদি আরব এর আগে বিভিন্ন বিলাসবহুল প্রজেক্ট সবার সামনে নিয়ে এসেছিল। বিলাসবহুল ট্রেনের বেশ চাহিদা থাকার কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবিশ্বাস্য ট্রেনটি সৌদি আরবের রিয়াদ থেকে সর্বোচ্চ ১৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ২০২৫ সালের শেষ দিকে ট্রেনটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ’ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেন ঘন্টাপ্রতি 300 কিলোমিটার গতিতে চলবে।
দেশের উত্তর-পশ্চিমের রেললাইনগুলো বড় করা হচ্ছে যাতে আরো উচ্চ গতিতে ট্রেন চলাচল করতে পারে। এখানে ৪০টি বিলাসবহুল কেবিন দেওয়া থাকবে। সৌদির ঐতিহ্যের কথা মাথায় রেখে বিশেষ ডিজাইন করা হয়েছে।
এ ট্রেনে সর্বোচ্চ ৮২ জন যাত্রী নেওয়া সম্ভব হবে। এক বা দুই রাতের ভ্রমণ সম্ভব হবে এ ট্রেনের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে এ ধরনের বিলাসবহুল ট্রেনের উদ্যোগ এই প্রথম। ২০১৯ সাল থেকে পর্যটকদের নিজেদের দেশে ভ্রমণে আকৃষ্ট করতে এ ধরনের বিলাসবহুল ট্রেনের উদ্যোগ নেওয়া হয়।
সেজন্য ইতালির সেবা দানকারী প্রতিষ্ঠান আর্সেনাল গ্রুপের সাথে ৫৩.৩৩ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে দেশটি। অনেকে আশা করছেন যে, দক্ষিণ কোরিয়া বা জাপানের সবথেকে বিলাসবহুল ট্রেনের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে সৌদি আরবের এই নতুন প্রজেক্ট। তবে কে কাকে কতটুকু ছাড়িয়ে যাবে তা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। মরুভূমির বুকে পর্যটকদের জন্য এ বিশেষ ট্রেন নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।