Advertisement
জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলায় মসজিদের দান বাক্স থেকে টাকা চুরির অভিযোগে হাবিব (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২০ আগস্ট) এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত তরুণ হাবিব উপজেলার সালন্দর মাদ্রাসাপাড়ার সায়েমউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার টিকিয়াপাড়া জামে মসজিদের দান বক্স থেকে টাকা চুরির চেষ্টাকালে স্থানীয় মুসুল্লিগণ এই যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন। পরে শুনানীতে হাবিব দোষ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।