
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুবণসাড়ায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুবর্ণসাড়া গ্রামের হৃদয় বাঁশফোর (৪০) ও তার ছেলে বিশাল বাঁশফোর (১৭)। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরিজন সম্প্রদায়ের হৃদয় ও তার ছেলে বিশাল সুবর্ণসাড়ার মসজিদের সেপটিক ট্যাংক পরিস্কার করতে যান। তারা ট্যাংকের ভেতরে নামার কিছুক্ষণ পর ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে, বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে আশাপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


