মাগুরায় পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে থাকা ২৮৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৭৫ জন সোমবার কাজে যোগ দিয়েছেন, তবে নতুন করে ২১ জন বুধবার গণছুটিতে চলে গেছেন। ফলে বর্তমানে ২৩৫ জন কর্মকর্তা-কর্মচারী এখনও কাজে যোগ দেননি।
পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন জেলায় কর্মরতরা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গণছুটি ও কর্মবিরতি পালন করে আসছেন। গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায়ে মে ও জুন মাসে শহীদ মিনারে ১৬ দিন অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় নতুন করে কর্মবিরতি শুরু হয়েছে।
কর্মীরা বলছেন, তাদের দাবি চার দফা—পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ—সম্পর্কিত।
মাগুরা পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যারা কর্মবিরতি অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।